মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-১০] :: (A – Z) পাওয়ার সলোশন [বেসিক] মরা সেট জিন্দা কর।(না দেখলে পস্তাইবেন) মিস করবেন না
মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-১০] :: (A – Z) পাওয়ার সলোশন [বেসিক] মরা সেট জিন্দা কর।(না দেখলে পস্তাইবেন) মিস করবেন না
আসসালামু আলাইকুন আবার আপনাদের সামনে আমি হাজির হলাম মোবাইল ট্রেনিং এর ১০তম টিউন নিয়ে ।কথা না বাড়িয়ে চলুন শুরু করি-
Power Solution
Any Mobile(basic)
- সর্বপ্রথম ব্যাটারী চেক করব ।
- ব্যাটারীতে ভোল্টেজ ও এম্পিয়ার আছে কি না চেক করব,যদি না থাকে তাহলে কুইক চার্জার দিয়ে চার্জ দিব ।
- ময়লা বা মরিচা থাকলে থিনার বা সিরিজ পেপার দিয়ে পরিস্কার করব ।
- এরপর চেক করব ব্যাটারী কানেক্টর ।
- ব্যাটারী কানেক্টরে যদি ময়লা বা মরিচা থাকে তাহলে সিরিজ পেপার দিয়ে ভালবাবে পরিস্কার করব ।
- ব্যাটারীর সাথে কানেক্টরের সংযোগ পাই কিনা দেখেনিব,সেই সাথে মিটার দিয়ে ব্যাটারী কানেক্টরটি চেক করব ।যদি সেট ভাল থাকে তাহলে এক পাশে মান দেখাবে ।যদি উভয় পাশে মান দেখাই বা 0hm দেখাই তা হলে বুঝব সেটটি শর্ট আছে ।
- যদি শর্ট পাওয়া যাই তাহলে সম্পুর্ন মাদার বোর্ডটি থিনার দিয়ে ভাল করে পরিস্কার করব এবং টেবিল ল্যাম্প দিয়ে ১ থেকে ২ ঘন্টা হিট দিব ।
- এরপরও যদি শর্ট না যায় তাহলে ব্যাটারী ও চার্জার লাগানো অবস্থায় সেট অন করার চেস্টা করব ।
- তারপর দেখব সেটের কোন অংশ গরম হয় কিনা । যেই খানে গরম হবে বুঝতে হবে শর্টটি সে খানেই ।এক্ষেত্রে ভালবাবে দেখতে হবে কোন পার্টসটি বা কোন আইসি টি গরম ।যে পার্টস বা আইসিটি গরম হবে বুঝতে হবে সেটির মাঝেই শর্ট ।সেইক্ষেত্রে ঐ পার্টস বা আইসিটি উঠিয়ে ফেলতে হবে,এবং পরিস্কার করে আবার লাগাব ।অতঃপর সেট শর্ট আছে কি না দেখব ।যদি সেট শর্ট থাকে তাহলে ঐ পার্টস বা আইসিটি পরিবর্তন করব ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
leoshohel@gmail.com